দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সাধারণত সীমিত বেতনের ওপর নির্ভর করেই তাঁদের পরিবার পরিচালনা করে থাকেন। অনেক শিক্ষক নিজ গ্রাম বা নিজ বাড়িতে বসবাস করেই বিদ্যালয়ে পাঠদান করেন। সংসারের অতিরিক্ত ব্যয়, সন্তানদের পড়াশোনা কিংবা ভবিষ্যৎ নিরাপত্তার কথা মাথায় রেখে শিক্ষকরা অনেক সময় শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন আয়ের কাজে যুক্ত হন। যেমন—গবাদিপশু পালন, গরু মোটাতাজাকরণ, হাঁস-মুরগি কিংবা কবুতর পালন, মাছ চাষ, ফল বা ফুলের নার্সারি তৈরি, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ইত্যাদি।
এই বাস্তবতা বিবেচনায় রেখে বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য একটি বিশেষ ঋণ কর্মসূচি চালু রেখেছে। এই ঋণের মাধ্যমে শিক্ষকরা স্বল্প সুদে অর্থ নিয়ে নিজেদের আয়বর্ধক কর্মকাণ্ড সম্প্রসারণ করতে পারেন অথবা সন্তানের উচ্চশিক্ষার খরচ নির্বাহ করতে পারেন।বর্তমানে দেশে প্রায় পৌনে চার লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মরত আছেন। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে তাঁদের সবাই এই ঋণ সুবিধার আওতায় আবেদন করার সুযোগ পান।
কত টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে
বাংলাদেশ কৃষি ব্যাংকের এই কর্মসূচির আওতায় একজন শিক্ষক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। ন্যূনতম ও সর্বোচ্চ ঋণের পরিমাণ নির্ভর করবে আবেদনকারীর বেতন, চাকরির মেয়াদ এবং ব্যাংকের প্রচলিত নীতিমালার ওপর।
কারা এই ঋণ পাওয়ার যোগ্য
এই ঋণ পেতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে। যেমন—
-
আবেদনকারীকে অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হতে হবে।
-
শিক্ষকের মাসিক বেতন ও ভাতা বাংলাদেশ কৃষি ব্যাংকের কোনো শাখার মাধ্যমে উত্তোলিত হতে হবে। যে শাখা থেকে বেতন পাওয়া হয়, শুধুমাত্র সেই শাখাতেই ঋণের জন্য আবেদন করা যাবে।
-
আবেদনকারীর চাকরির বয়স কমপক্ষে তিন বছর পূর্ণ হতে হবে এবং অবসর (পিআরএলসহ) পর্যন্ত অন্তত তিন বছর সময় থাকতে হবে।
আবেদনকারীর বিরুদ্ধে কোনো বিচারাধীন মামলা, চলমান বিভাগীয় মামলা, শৃঙ্খলাজনিত কার্যক্রম বা কারণ দর্শানোর নোটিশ থাকলে তিনি এই ঋণের জন্য অযোগ্য হিসেবে বিবেচিত হবেন।
কিস্তির পরিমাণ কত হতে পারে
ঋণের অঙ্ক ও পরিশোধকাল অনুযায়ী মাসিক কিস্তি নির্ধারিত হয়। উদাহরণ হিসেবে বলা যায়—-
১ বছরে (১২ কিস্তি) মাসিক প্রায় ৮,৭৪৫ টাকা
-
২ বছরে (২৪ কিস্তি) মাসিক প্রায় ৪,৫৬৮ টাকা
-
৩ বছরে (৩৬ কিস্তি) মাসিক প্রায় ৩,১৮০ টাকা
-
৪ বছরে (৪৮ কিস্তি) মাসিক প্রায় ২,৪৮৯ টাকা
-
৫ বছরে (৬০ কিস্তি) মাসিক প্রায় ২,০৭৬ টাকা
অন্যদিকে, ১০ লাখ টাকা ঋণ নিলে
-
১ বছরে মাসিক প্রায় ৮৭,৪৫২ টাকা
-
২ বছরে মাসিক প্রায় ৪৫,৬৮৫ টাকা
-
৩ বছরে মাসিক প্রায় ৩১,৮০০ টাকা
-
৪ বছরে মাসিক প্রায় ২৪,৮৮৫ টাকা
-
৫ বছরে মাসিক প্রায় ২০,৭৫৮ টাকা
