বিজ্ঞাপন স্থান

এমপিও আবেদন প্রক্রিয়ায় পরিবর্তন: এখন থেকে বিজোড় মাসেই জমা দেওয়া যাবে

 
বেসরকারি স্কুল ও কলেজে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন এতদিন প্রতি জোড় মাসে করতে হতো। কিন্তু এবার নিয়মে পরিবর্তন আনছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ভবিষ্যতে আবেদন করা যাবে বিজোড় মাসগুলোতে। বিষয়টি নিশ্চিত করেছেন মাউশির একাধিক কর্মকর্তা।
তাদের ভাষ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এ বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা জারি করার প্রস্তুতি নেওয়া হয়।
মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,“আগে প্রতি জোড় মাসে নতুন যোগদানকারী শিক্ষক-কর্মচারীদের এমপিওর জন্য আবেদন জমা দিতে হতো। এ নিয়মে বেশ ভোগান্তিও তৈরি হতো, কারণ আবেদনের জন্য নির্দিষ্ট সময়সীমা ছিল প্রতি মাসের ১ তারিখ থেকে ৬ তারিখ পর্যন্ত। এরপর আবেদন উপজেলা শিক্ষা অফিসে জমা পড়ে, সেখান থেকে জেলা শিক্ষা অফিস হয়ে মাউশির আঞ্চলিক কার্যালয়ে যায়। সবশেষে আঞ্চলিক কার্যালয় আবেদন পাঠায় মাউশির ইএমআইএস সেলে। তারপর কমিটির সভায় তা যাচাই-বাছাই করে এমপিওভুক্তির সিদ্ধান্ত দেওয়া হতো।”
তিনি আরও জানান, এখন থেকে বিজোড় মাসে এ আবেদন করা যাবে। চলতি সেপ্টেম্বর মাসের (যা বিজোড় মাস) ৩০ তারিখ পর্যন্ত শিক্ষক-কর্মচারীরা অনলাইনে এমপিও আবেদন জমা দিতে পারবেন। ফলে আবেদন প্রক্রিয়ায় আরেকটু নমনীয়তা আসবে।
শিক্ষাবিদদের মতে, এই পরিবর্তন শিক্ষক-কর্মচারীদের জন্য কিছুটা স্বস্তি বয়ে আনবে। দীর্ঘদিন ধরে শিক্ষক সংগঠনগুলো এমপিও প্রক্রিয়ায় সময়সূচির নমনীয়তার দাবি জানিয়ে আসছিল। এবার সেই দাবিই আংশিকভাবে মেনে নেওয়া হলো।