লক্ষ্মীপুরের কমলনগরে ২৬ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রায় ২ হাজার ৯৫০ জন রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দিয়েছে। এ সময় ২১৮ জনের ছানি অপারেশন সম্পন্ন করা হয় এবং ৭৫০ জনকে চশমা প্রদান করা হয়। চিকিৎসা কার্যক্রমটি পরিচালনা করেন কমলনগর ভিশন সেন্টারের চিকিৎসক আবু সাঈদ সিদ্দীক (রায়হান) এর নেতৃত্বে ১২ সদস্যের একটি দল।
দলীয় সূত্রে জানা যায়, ২৬ জুলাই পাটারির হাট, ২৭ জুলাই চর ফলকন, ২৯ জুলাই সাহেবের হাট, ১ আগস্ট চর মার্টিন এবং ৬ ও ৭ আগস্ট হাজিরহাট ইউনিয়নে এ সেবা দেওয়া হয়। এই উদ্যোগে আর্থিক ও সার্বিক সহায়তা করেন—হাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মান, পাটারির হাটের চেয়ারম্যান প্রার্থী আব্দুল আহাদ, চর ফলকনের চেয়ারম্যান প্রার্থী ইব্রাহিম শামিম, সাহেবের হাটের চেয়ারম্যান প্রার্থী নুর উদ্দিন মাহমুদ এবং চর মার্টিনের চেয়ারম্যান প্রার্থী মো. ইব্রাহিম।
কর্মসূচি উপলক্ষে ৯ আগস্ট দুপুরে হাজিরহাট হামেদীয়া কামিল মাদ্রাসার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক আমির মাওলানা হুমায়ুন কবির, গণ অধিকার পরিষদের জেলা সেক্রেটারি (অঃ) সার্জেন্ট সোলাইমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফয়েজ, উপজেলা জামায়াতের সেক্রেটারি আকরাম হোসেন, সুরা সদস্য মিজানুর রহমান, এডভোকেট আবদুল্লাহ মারজান রোম্মানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, রাষ্ট্র পরিচালনায় কখনো সুযোগ না পেলেও জামায়াত সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। অতীতের বন্যা পরিস্থিতিতেও তারা অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বেশি সহায়তা করেছে। ভবিষ্যতে জামায়াত সমর্থিত চেয়ারম্যানরা নির্বাচিত হলে সরকারি বরাদ্দের পূর্ণাঙ্গ হিসাব জনসম্মুখে প্রকাশ করা হবে বলে তারা প্রতিশ্রুতি দেন। একইসঙ্গে জামায়াতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।