আপনি নতুন (NID) এনআইডি কার্ডের জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়ে অনলাইনে আবেদন করেছেন, ছবি তোলা ও আঙ্গুলের ছাপ দিয়েছেন কিন্তু এখনো জাতীয় পরিচয়পত্র পাননি? যদি আপনার আবেদন প্রক্রিয়াটি Bangladesh NID Application System কর্তৃক দেওয়া শর্ত অনুযায়ী হয়ে থাকে,এবং প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে থাকেন তাহলে আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে এবং আপনি নতুন এনআইডি কার্ড পাবেন।
দেখে নিন কিভাবে অনলাইন থেকে নিজেই ফরম বা NID Number অথবা স্লিপ নম্বর দিয়ে আপনার জাতীয় পরিচয় পত্র বা NID Card Download করতে পারেন। এছাড়া একই প্রক্রিয়ায় অনলাইন থেকে আপনার হারিয়ে যাওয়া এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় পত্রও Bangladesh NID Card Download করে নিতে পারেন।
How to download NID card?
ভোটার আইডি কার্ড বা এন আইডি কার্ড ডাউনলোড করতে আপনার জন্ম তারিখ, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম নাম্বার, ফেস ভেরিফিকেশন, ঠিকানা লাগবে। তবে নতুন ভোটাররাই অনলাইনে NID Card Download করতে পারবেন।
পুরাতন ভোটাররা জাতীয় পরিচয় পত্র বা ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড করতে ২৩০ টাকা ফি দিয়ে রি-ইস্যু আবেদন করে অনলাইন থেকে আইডি কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন। সেক্ষেত্রে অব্যশ্যই কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই বাছাই করবেন। আপনার আবেদনটি গ্রহণযোগ্য হলে নতুন ভোটার আইডি কার্ড প্রদান করবে। কনফার্মেশন এসএমএস আসলে আপনি এনআইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করতে পারবেন।
এনআইডি কার্ড ডাউনলোড করতে যা যা লাগবে:
- ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর (১৭ ডিজিটের) অথবা NID নম্বর;
- ফরমেট অনুযায়ী জন্ম তারিখ;
- বর্তমান ও স্থায়ী ঠিকানা, প্রথমে বিভাগ তারপর জেলা তারপর আপনার উপজেলার নাম দিতে হবে;
- একটি সচল মোবাইল নম্বর (OTP ভেরিফিকেশনের জন্য);
- একটি অ্যান্ড্রয়েড ফোন এবং অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে;
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার নিয়ম
প্রথমে services.nidw.gov.bd সাইটে গিয়ে আপনার এনআইডি নাম্বার অথবা ফরম নাম্বার তারপর জন্ম তারিখ দিয়ে সাবমিট করুন। এরপর আপ স্থায়ী ঠিকানা সিলেক্ট করে ফেস ভেরিফিকেশন সম্পন্ন করে রেজিস্ট্রেশন করুন। ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd এই সাইটে ভিজিট করে NID নম্বর অথবা ফরম নম্বর, জন্ম তারিখ ও নিচে ক্যাপচার বক্সে থাকা সঠিক ক্যাপচারটি দিয়ে দিয়ে সাবমিট করুন।এরপর ঠিকানা সিলেক্ট করে মোবাইল ও ফেইস ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন। সবশেষে একাউন্টে লগইন করে আইডি কার্ড ডাউনলোড করুন। নিচের ছবিটা অনুসরন করুন-
:
প্রথমে আপনার ফোনে NID Wallet অ্যাপটি ইনস্টল করুন , এজন্য গুগল প্লে স্টোরে প্রথমে (Google Play Store) গিয়ে NID Wallet সার্চ করুন এবং ইনস্টল বাটনে ট্যাপ করে এটি ফোন ইন্সটল করুন;
ভিজিট করুন services.nidw.gov.bd/nid-pub/claim-account লিংকে;
- স্লিপ নম্বর হলে NIDFN লিখে Slip No লিখুন (NIDFN123456789) এবং NID নম্বর হলে NID নাম্বারটি লিখুন। এরপর জন্ম তারিখ লিখুন।
- ক্যাপচা পূরণ করে সাবমিট করুন, (অনেক সময় ক্যাপচার বাটনে গাণিতিক সংখ্যা থাকে যোগ অথবা বিয়োগ করার জন্য সেটি অবশ্যই সতর্কতার সহিত সঠিক আনসারটি ক্যাপচার বক্সে লিখুন)।
- বর্তমান ও স্থায়ী ঠিকানা সিলেক্ট করুন(প্রথমে বিভাগ তার পরে জেলা তারপরে উপজেলা সিলেক্ট করুন) এরপর একটি সচল মোবাইল নাম্বার দিন মোবাইল নাম্বার দিয়ে ’বার্তা পাঠান’ ক্লিক করুন এবং নাম্বারে যাওয়া OTP দিয়ে OK করুন।
- এরপর আপনার সামনে ফেইস ভেরিফিকেশন QR কোড Scan উইন্ডো আসবে, তারপর একটু আগে ডাউনলোড করা NID Walle দিয়ে QR কোড Scan করুন;
- এরপর আপনার ফোনের ক্যামেরাটি দিয়ে ফেইস ভেরিফিকেশন করুন ( মনে রাখবেন ফেস ভেরিফিকেশনে কিছুটা জটিলতা হতে পারে অর্থাৎ ফেইসের নির্দেশনা অনুযায়ী স্ক্যান করতে হবে, স্ক্যান সম্পন্ন হলে NID একাউন্টের Password set করুন; তারপর লগইন করে ডাউনলোড লিংকে ক্লিক করে NID Card ডাউনলোড করুন।
ধাপ ১- ফোনে NID Wallet এ্যাপ ইনস্টল করুন।
ফোনে NID Wallet এ্যাপ ইনস্টল করার জন্য Google Play Store এ যান এবং সার্চ করুন NID Wallet লিখে। তারপর এ্যাপটি ইনস্টল করুন। নিচে ছবি থেকে এ্যাপের আইকনটি বা লগোটি দেখে ইনস্টল করুন -ধাপ ২- ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য রেজিষ্ট্রেশন
আপনি যদি ২০১৯ সালের পর ভোটার হয়ে থাকেন তাহলে আপনার ভোটার রেজিস্ট্রেশন স্লিপে একটি নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে জাতীয় পরিচয় পত্র ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনি যদি ২০১৯ সালের আগে ভোটার হয়ে থাকেন, তাহলে প্রথমে রেজিস্ট্রেশন স্লিপ নাম্বার অথবা এনআইডি স্মার্ট কার্ডের নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এন আইডি কার্ড ডাউনলোডের জন্য।
স্লিপ নম্বর অথবা NID Smart Card নাম্বার দিয়ে NID Account Registration করতে হবে।
এখন কিভাবে, জাতীয় পরিচয়পত্রের ওয়েবসাইটে গিয়ে আপনাকে একাউন্ট রেজিষ্টার বা Sign Up করতে হবে। তা নিচের ধাপগুলো অনুসরণ করুন। প্রথমে জাতীয় পরিচয়পত্র একাউন্ট এই লিংকে যান। নিচের মত একটি পেইজ আসবে-
ভোটার আইডি কার্ড ডাউনলোড করার জন্য services.nidw.gov.bd এই সাইটে ভিজিট করে NID নম্বর অথবা ফরম নম্বর, জন্ম তারিখ ও নিচে ক্যাপচার বক্সে থাকা সঠিক কোড দিয়ে ক্যাপচারটি পূরন করে সাবমিট করুন।
একটা কথা মনে রাখবেন,আপনি নতুন ভোটার হয়ে থাকলে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর থাকবে না। সেক্ষেত্রে আপনি ভোটার নিবন্ধনের পর যে ফরম নম্বর বা টোকেন নম্বর পেয়েছেন তা ব্যবহার করে আইডি কার্ড ডাউনলোড করতে হবে।
FAQ