বন্ধুরা ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা সহজে কিভাবে পেলাম তা আজ তোমাদের সাথে শেয়ার করব,আপনারা চাইলে কোন দোকান থেকেও করিয়ে নিতে পারেন, সেক্ষেত্রে ২০০ - ৪০০ টাকা খরচ হবে।
তবে নিজেরা দাঁড়িয়ে থেকে করতে হবে যেন ভুল না হয়, তো চলুন ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে , ভারতের কিভাবে জমা দিবেন তার বিস্তারিত জেনে নেই।
ভিসা করতে কি কি ডকুমেন্ট লাগে
ভারতের ভিসা করতে বেশ কয়েকটি ডকুমেন্টস আপনার অবশ্যই প্রয়োজন হবে । যে ডকুমেন্ট ছাড়া আপনি ভিসা করতে পারবেননা। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হতে পারে ভারতীয় ভিসা পাওয়ার জন্য।
১। আবেদ পত্র - অনলাইনে আবেদন,
২। সদ্য তোলা ২/ ২ সাইজের ছবি । - ব্যাগ্রাউন্ড সাদা থাকতে হবে ।
৩। ন্যাশনাল আইডি কার্ড / জন্মনিবন্ধন সনদ।
৪। ইউটিলিটি বিল - যেমন বিদ্যুৎ / গ্যাস বিলের ফটোকপি (৬মাসের মধ্য ডেট থাকতে হবে)
৫। ব্যাংক স্টেটমেন্ট অথবা পাসপোর্টে ১৫০ ড্রলার এ্যাড্রোস দেখাতে হবে ।
৬। পেসাগত প্রমান পত্র – চাকুরিজীবীদের এনওসি, শিক্ষার্থীদের জন্য আইডিকার্ড , ব্যবসায়ী হলে – ট্রেড লাইসেন্স এর ফটোকপি আর অবসার প্রাপ্তদের অবসরের কাগজ পত্র এবং কৃষিজীবী বা গৃহিনীদের জন্য জমির পর্চা ।
৭। মূল পাসপোর্ট এবং পুর্বের সকল পাসপোর্ট দেখাতে হবে ।
৮। আগের কোন ইন্ডিয়ান ভিসা থাকলে সে পেইজের ফটো কপি।
এই আটটি পয়েন্ট এর কাগজগুলো জোগাড় করে অনলাইনে ভিসা ফরম ফিলাপ করে সাবমিট করুন
এবং সমস্ত ডকুমেন্টস ফটোকপি করে ক্রমনুসারে কাগজগুলো সাজিয়ে নিন । এরপর আপনার পছন্দের ভিসা সেন্টারে যেতে পারেন।
এরপর নিচের ছবিে দেখানো অপশনে গিয়ে Online Visa Application এ ক্লিক করুন
Online Visa Application এ ক্লিক করার পর নিচের দেখানো উইন্ডোটি আসবে
সঠিকভাবে উপরোক্ত তথ্যগুলো পূরণ করলে পরবর্তীতে নিচের উইন্ডো টির মতো আরো একটি ফরম আসবে, এই ফরম ফিলাপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। এখানে কোন ভুল করা যাবেনা
ফর্মের উপর একটি আইডি নাম্বার থাকবে আপনি অবশ্যই আইডি নাম্বারটি সংরক্ষণ করে রাখবেন।
IVAC, MOTIJHEEL, DHAKA State Bank of India, Shadharon Bima Bhaban, 24-25, Dilkusha C/A, Phone : 00-88-02-9553371, 9554251 Email : info@ivacbd.com
খুলনা ভারতীয় ভিসা সেন্টার
IVAC, KHULNA Indian Visa Application Receiving Centre Dr. Motiar Rahman Tower, 64, KDA Avenue, KDA Commercial Area, Banking Zone, Khulna-9100. Phone : 00-88-041-2833893 Email : info@ivacbd.com
এছাড়াও
বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, বি বাড়িয়া,নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, সাতক্ষীরা, যশোর, রংপুর, বগুড়া, রাজশাহী ও ঠাকুরগাঁও এ ভারতী ভিসা সেন্টার রয়েছে।
এসব ভিসা সেন্টার সাধারণত সকাল ৮ থেকে দুপুর ১টা পর্যন্ত জমা নেয়। আপনি অনলাইনে ভিসা ফি জমা দিয়ে ভিসা সেন্টারে যেতে পারেন, অথবা ভিসা সেন্টারের আশেপাশে বুদ করা থাকে টাকা জমা করনের জন্য, এ ক্ষেত্রে একটা পেইড সিল পাবেন । আপনি চাইলে যমুনা ফিউচার পার্কে গিয়ে ভিসা ফি জমা দিতে পারেন কোন ঝামেলা ছাড়াই।
ভিসা সেন্টারের ভিরতে গিয়ে একটা টোকেন নিবেন । ঐ টোকেনের সিরিয়াল অনুয়াযী আপনার নির্ধারিত বুতে যাবেন। আপনার ডকুমেন্ট বিশেষকরে ছবি ও পাসপোর্ট ঠিক থাকলে আপনার আঙুলের ছাপ নিবে ও ছবি তুলবেন।
এরপর একটি জমা সিলিপ দিবেন যেখানে সাম্ভাব্য ভিসা পাওয়ার ডেট থাকবে ,তবে এসএমএস মোবাইলে না গেলে ভিসা নিতে যাবেননা।
নির্ধারিত সময় অতিক্রম হলে অনলাইনে চেক করে নিবেন আপনার ভিসা হয়েছে কিনা। ইন্ডিয়ান ভিসা সহজ কিন্ত কাগজপাতি রেডি করতে একটু ঝামেলাই হয়। সব কাগজত্র দিতে পারলে আপনার ভিসা হবেই।
ভারতীয় ভিসা সম্পর্কে কিছু সাধারণ প্রশ্ন
Document
সর্বশেষ কিছু কথাঃ
প্রিয় পাঠক ভাই ও বোনেরা আশা করি উপরোক্ত পোস্টটি আপনারা সম্পূর্ণ পড়েছেন। যদি পড়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা ভারতীয় ভিসা সম্পর্কে যাবতীয় প্রশ্নের উত্তর পেয়েছেন। তারপরও যদি আপনাদের কোন প্রশ্ন থেকে থাকে, তাহলে অবশ্যই এই পোস্টের কমেন্টে আপনার মতামত জানাবেন।এছাড়াও এই পোস্টে কোন তথ্য ভুল থাকলে সেটাও জানাবেন আমরা সংশোধন করে, নেব ধন্যবাদ সবাইকে।