বিজ্ঞাপন স্থান

ক্সবাজারের ভালো মানের সেরা ১০ টি হোটেল.Best 10 Hotels in Cox's Bazar of Bangladesh ,

প্রাকৃতিক সৌন্দর্যের দিক দিয়ে বাংলাদেশের অন্যতম জায়গা হল কক্সবাজার, এটি পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যা ১২০ কিলোমিটার দৈর্ঘ্য . বিভিন্ন দেশ থেকে প্রতিবছর বাংলাদেশে হাজার হাজার পর্যটন এই সমুদ্র সৈকত দেখতে আসে, কক্সবাজারের সাগরের নীল জলরাশির সাথে আকাশের মিলন যেন এক অপার্থিব দৃশ্য তৈরি করে। এই সমুদ্র সৈকতের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সূর্যাস্ত এবং সূর্যোদয় যা দেখে পর্যটকরা মুগ্ধ হয়. শুধু সমুদ্র সৈকত নয় এখানে রয়েছে আরও মনোরম পর্যটন কেন্দ্র তার মধ্যে উল্লেখযোগ্য হল জলপ্রপাত ইনানী সৈকত সেন্টমার্ট ইত্যাদি, 


এছাড়া, কক্সবাজারের স্থানীয় খাবার বিশেষ করে সামুদ্রিক মাছ কাকড়া বেশি জনপ্রিয় আজকের এই আর্টিকেলে আমরা কক্সবাজারের থাকার জন্য বিভিন্ন মানের দশটি হোটেল সম্পর্কে আলোচনা করব .এসব হোটেল গুলোতে আপনি চাইলে আগ থেকে বুকিং দিয়ে রাখতে পারেন অনলাইনের মাধ্যমে। আমরা অনলাইনের যাবতীয় ইনফরমেশন তুলে ধরবো । সেখানে কিভাবে যাওয়া যায় ,স্থানীয় যাতায়াতের মাধ্যম গুলো আলোচনা করব 

 হোটেল সি ক্রাঊন: 


কক্সবাজারের কলাতলীতে অবস্থিত হোটেল সি বিচ, কক্সবাজার ঘুরতে যাবার পুর্বে আপনারা এখানে প্রি বুকিং করতে পারবেন । এটি একটি নান্দনিক হোটেল , সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যায় এই হোটেলের বারান্দা থেকে ।একজন পর্যটক সমুদ্র পাড়ে না গিয়েও, এখানে বসে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবে । এখানে আপনি কমপ্লিমেন্টারি হিসেবে সকালের নাস্তা পাবেন। এখানে সি ফ্রন্ট ডিলাক্স রুমের ভাড়া ৮৫০০ থেকে ৯০০০ টাকা, সি ফ্রন্ট ডিলাক্স সুপ্রিম রুমের ভাড়া ৯ হাজার থেকে ৯৫০০ টাকা,সুপার ডিলাক্স ট্রিপল রুমের ভাড়া ৭৫০০ টাকা এবং সুপার ডিলায রুমের ভাড়া ৬৫০০ টাকা পরবে। এখানে সি ফ্রন্ট ডিলাক্স সুপ্রিম রুমের ভাড়া ৯ হাজার টাকা। সি ফ্রন্ট ডিলাক্স রুমের ভাড়া ৮৫০০ টাকা। এছাড়া সুপার ডিলাক্স ট্রিপল রুমের ভাড়া ৭৫০০ টাকা এবং সুপার ডিলায রুমের ভাড়া ৬৫০০ টাকা পরবে। কক্সবাজার ঘুরতে যাবার পুর্বে আপনারা এখানে প্রি বুকিং করতে পারবেন ।


Hotel sea crown contact details 

সায়মন বিচ রিসোর্ট: