বিজ্ঞাপন স্থান

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক – VISA CHECK ONLINE

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার জন্য কারো নিকট যাওয়ার প্রয়োজন নেই। কারও সাহায্য ব্যতিত এখন নিজের মোবাইল ব্যবহার করে অনলাইনে ভিসা চেক করুন। আজকের আটিকেলে আমরা জানবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করবেন।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে হলে আপনাকে কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে? আপনি নিজেই কি নিজের ভিসা চেক করতে পারবেন? এর উত্তরে হচ্ছে হ্যাঁ আপনি নিজেই আপনার নিজের ভিসা চেক করতে পারবেন। নিচের কয়েকটি স্টেপ এর মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়।


পাসপোর্ট এর নাম্বার দিয়ে ভিসা চেক

আপনার কাছে যদি একটি পাসপোর্ট নাম্বার থাকে আপনি সেই পাসপোর্ট নাম্বার দিয়ে নিচের কয়েকটি স্টেপের মাধ্যমে ভিসা চেক করতে পারবেন।
(উদাহরণস্বরূপ আমরা একটি দেশের ভিসা চেকের মাধ্যমে কিভাবে বিষয় চেক করানো যায় সেটা জানার চেষ্টা করব)
স্টেপ১ঃ কাতারের ভিসা চেক করার জন্য বাটনে ক্লিক করুন

লিংকে প্রবেশ করার পর নিচের ফটোটির মতো একটি উইন্ডো আসবে,এখানে আপনি দুটি বক্স দেখতে পারবেন । প্রথমটি হল ভিসা নাম্বার দিয়ে ভিসা চেক করার বক্স এবং দ্বিতীয় নাম্বার বক্সটি হল পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক।


স্টেপ ২ঃ এবার আপনি আপনার ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে কাংখিত বক্সটি পূরণ করুন । সাবমিট করার পূর্বে তথ্যগুলো ইনকোয়ারি করে নিতে পারেন ।
সঠিকভাবে তথ্যগুলো দেওয়ার পর তৃতীয় বক্সটিতে ন্যাশনালিটি বক্সে ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করুন।.এরপর ভেরিফিকেশন বক্স পূরণের মাধ্যমে সাবমিট করুন ।
সবগুলো ইনফরমেশন সঠিকভাবে সাবমিট করলে আপনি আপনার ভিসার যাবতীয় ইনফরমেশন দেখতে পারবেন। উপরে উল্লেখিত উপায় যে কোন দেশের ভিসা পাসপোর্ট নাম্বার দিয়ে আপনি চেক করতে পারবেন।

পৃথিবীর সকল দেশের ভিসা চেক করুন নিম্নোক্ত লিংকগুলোর মাধ্যমে

দেশের নাম ভিসা চেক করার লিংক
বাংলাদেশ http://www.moi.gov.bd
নেপাল http://www.moic.gov.np
সাইপ্রাস https://www.moi.gov.cy
জাম্বিয়া http://www.moi.gov.gm
আলবেনিয়া http://www.moi.gov.al
জর্দান http://www.moi.gov.jo
তাজানিয়া http://www.tanzania.go.tz
শ্রীলংকা http://www.labourdept.gov.lk
গ্রীস http://www.mddsz.gov.si
সিংগাপুর http://www.mom.gov.sg
ইতালি https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking
কেনিয়া http://www.labour.go.ke
ভারত http://labour.nic.in
আশা করি উপরোক্ত আর্টিকেল থেকে আপনারা জানতে পেরেছেন কিভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে অনলাইনে হাতের ফোনটি দিয়ে যেকোনো দেশের ভিসা চেক করতে পারবেন। তারপরও আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে উত্তর দেওয়ার ।
আর উপরেরটা আর্টিকেলটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন, আপনার একটি শেয়ারে হয়তো অন্য কারো গুরুত্বপূর্ণ উপকার হতে পারে।