আসসালামু আলাইকুম, প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন,আজকের আর্টিকেলে আমরা জানবো কিভাবে নগদ একাউন্টের মাধ্যমে পল্লি বিদ্যুৎ বিল পরিশোধ করা যায়। আমরা অনেক সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকায়, ব্যাংকে গিয়ে বিদ্যুৎ দিতে পারিনা,আবার অনেক সময়, সময় হলেও ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়,এতে আমাদের যেমন সময় নষ্ট হয় তেমনি বিরক্তিবোধ করি। কিন্তু আজকের আর্টিকেলটি পড়লে আপনি এসব ঝামেলা থেকে মুক্ত হতে পারবেন। আপনি যেখানেই থাকেননা কেন, এমনকি দেশের বাহিরে থাকলেও কয়েক মিনিটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।
কিভাবে নগদ আ্যপের মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করবেনঃ
নগদ এফ এর মাধ্যমে বিদ্যুৎ বিল দেওয়ার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনে নগদ একটি ইন্সটল করতে হবে , অ্যাপটি ইন্সটল করার জন্য আপনাকে আপনার ফোনের প্লে স্টোরে গিয়ে সার্চবরে লিখতে হবে নগদ (Nagad)। আ্যপটি ইনস্টল হওয়ার পর আপনি আ্যপটি ওপেন করুন, তারপর নগদ পিন কোডের মাধ্যমে নগদ একাউন্টের লগইন করুন । লগইন করার পর আপনি অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন , এই সার্ভিসগুলোর মধ্যে আপনি আপনি Bill pay নামক একটি সার্ভিস দেখতে পারবেন নিজের স্কিনশটটি লক্ষ্য করুন,
তারপর সেখানে প্রবেশ করার পর আপনি আবারও অনেকগুলো সার্ভিস দেখতে পারবেন ।
এই অপশন গুলোর মধ্যে বিদ্যুৎ লেখা অপশনে ক্লিক করুন, তারপর একটু নিচের দিকে গেলে বিদ্যুৎ বিলের বিভিন্ন ক্যাটাগরি দেখতে পারবেন
সেখান থেকেই আপনি যদি পল্লী বিদ্যুতের প্রিফেইড গ্রাহক হন তাহলে BREB PREPAID অপশনটি সিলেক্ট করুন । আর আপনি যদি পোস্টপেইড গ্রাহক হন তহলে BREB POSTPAID অপশনটি সিলেক্ট করুন ।
এখানে আপনি আপনার বিলের কাগজের ১৬ ডিজিটের এসএমএস নাম্বারটি ইনপুট করতে হবে, এটি প্রত্যেকটি বিলের কাগজে উল্লেখ থাকে।
নাম্বারটি সঠিক হলে আপনি বর্তমান মাসের বিলের পরিমাণ দেখতে পারবেন একাউন্টে বিল পরিমান টাকা থাকলে আপনি নেক্সট বাটন ক্লিকের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন ,এজন্য আপনাকে কোন এক্সট্রা চার্জ দিতে হবে না ।
নাম্বারটি সঠিক হলে আপনি বর্তমান মাসের বিলের পরিমাণ দেখতে পারবেন একাউন্টে বিল পরিমান টাকা থাকলে আপনি নেক্সট বাটন ক্লিকের মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন ,এজন্য আপনাকে কোন এক্সট্রা চার্জ দিতে হবে না ।
কিভাবে নাম্বারে নগদ একাউন্ট খুলবেন?
আপনি যদি আপনার নাম্বারে নগদ অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ কোন নগদ এজেন্টের কাছে গিয়ে নগদ একাউন্ট খুলতে পারেন। এর জন্য আপনার যা যা প্রয়োজন হবে সেগুলো হলো এনআইডি (NID) কার্ডের ফটোকপি এবং আপনার রেজিস্টার্ড করা সিম। মনে রাখবেন একটি এনআইডি কার্ডে একবারই নগদ একাউন্ট খোলা যায়।নগদ একাউন্ট রেজিস্ট্রেশন করার পর দুই থেকে তিন দিনের মধ্যে আপনার সিমটি নগদ একাউন্ট একটিভেট হয়ে যাবে।