বিজ্ঞাপন স্থান

ই-পাসপোর্ট চেক করুন অনলাইনে। E Passport Check Online

আসসালামু আলাইকুম,
বন্ধুরা আজকে আমরা জানবো কিভাবে আপনি ঘরে বসে আপনার স্মার্টফোন দিয়ে এই পাসপোর্ট চেক করবেন সেটা হোক ই পাসপোর্ট অথবা এমআরপি (MRP) পাসপোর্ট।  যে কোনটিই হক না কেন, আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস কোন পর্যায়েআছে সেটা জানতে পারবেন, কখন পাসপোর্ট প্রিন্টিং প্রেসে নেওয়া হয়েছে,কখন সেটা   ডেলিভারির উদ্দ্যেশে কুরিয়ার করা হয়েছে ইত্যাদি বিষয়গুলো আপনি জানতে পারবেন। পাসপোর্ট এর তথ্য অনুসন্ধানের জন্য আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে , 
আপনি কোন ধরনের পাসপোর্ট করেছেন সেটা কি ই পাসপোর্ট নাকি এমআরপি (MRP) পাসপোর্ট সেটা সঠিকভাবে জেনে নেওয়া । তবে বর্তমান বেশিরভাগ পাসপোর্টই হচ্ছে ই-পাসপোর্ট তারপরও শিওর হয়ে অনুসন্ধান করবেন ।কারন তথ্য তথ্য যাচাইয়ের ক্ষেত্রে দুইটার জন্য রয়েছে দুই ধরনের পদ্ধতি।
প্রথমে আমরা জেনে নেই ই-পাসপোর্ট  (E-passport) এবং এমআরপি (MRP passport)পাসপোর্ট কি


ই পাসপোর্ট কি (What is E-Passport?)

 ই-পাসপোর্ট হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট বা ই-পাসপোর্ট,সেখানে বরং পালিমানের তৈরি একটি কার্ড ও অ্যান্টেনা থাকবে। সেই কার্ডের ভেতরে চিপ থাকবে, যেখানে পাসপোর্ট বাহকের সব তথ্য সংরক্ষিত থাকবে।ডাটাবেজে থাকবে পাসপোর্টধারীর তিন ধরণের ছবি, ১০ আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ। চিপে সংরক্ষিত থাকবে ব্যবহারকারীর সকল পরিচয় সহ ব্যাংকিং তথ্য। এটি এনআইডি কার্ডের উন্নত ভার্সন।

ই পাসপোর্ট ডেলিভারি চেকও বর্তমান অবস্থা জানার জন্য নিচের বিষয়গুলো দরকার হবে–
  •  Online Registration ID বা Application ID 
  •  আপনার সঠিক জন্ম তারিখ 

 পাসপোর্ট হয়েছে কিনা এসএমএস এর মাধ্যমে কিভাবে জানবো?

পাসপোর্ট এর বর্তমান অবস্থা জানার জন্য অনলাইন চেকের পাশাপাশি এসএমএসের মাধ্যমেও আপনার পাসপোর্ট এর বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। 
এজন্য মোবাইলের মেসেজ অপশন থেকে টাইপ করতে হবে START EPP application ID , এরপরে এসএমএসটি পাঠিয়ে দিন 16445 নাম্বারে। রিপ্লে এসএমএস এর মাধ্যমে জানতে পারবেন পাসপোর্ট হয়েছে কিনা। 

 ই-পাসপোর্ট তথ্য যাচাই করতে কি কি লাগে?

 Online Registration ID বা Application ID। এটি আপনারা আপনাদের ই পাসপোর্ট ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন। সাথে আপনাদের জন্মতারিখ (Date of Birth) প্রয়োজন হবে 

  
passport check bd


 ই পাসপোর্ট চেক – E passport Check Online পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের পাসপোর্ট সংক্রান্ত ওয়েবসাইট epassport.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এরপরে মেনু থেকে Check Status লিংকে ক্লিক করুন। 
নিচের ছবিগুলো অনুসরন করুন

e-passport-pasport-check-online

পরবর্তী আপনার পাসপোর্ট ডেলিভারি স্লিপে থাকা Application ID এবং আপনার জন্ম তারিখ দেখুন। এরপরে প্রদত্ত ক্যাপচা এন্ট্রি করে Check বাটনে ক্লিক করুন। এভাবে পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন।


আশা করি উপরোক্ত আলোচনা থেকে, কিভাবে  
অনলাইনে এবং মোবাইলে এসএমএসের মাধ্যমে পাসপোর্ট চেক করা যায় বুঝতে পেরেছেন। এরপরেও যদি অজানা কোন বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করুন।


পাসপোর্ট বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন 

পাসপোর্ট করতে কি কি লাগে?