বিজ্ঞাপন স্থান

কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন । Driving License Check onlie 2024

নিয়ম-কানুন মেনে চলে গাড়ি চালানোর জন্য ডেভিল লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ.ড্রাইভিং লাইসেন্স সাথে থাকলে রাস্তায় যেমন নিরাপদ ভাবে চলা যায় তেমনিভাবে রাস্তায় চলাচলের আইন-কানুন ও সংকেতগুলো জানা যায়. ড্রাইভিং লাইসেন্স এমন একটি ডকুমেন্ট যেটা সরকার কর্তৃক অনুমোদিত অর্থাৎ বাংলাদেশ বিআরটিসি কর্তৃক অনুবেদিত যারা নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে করেছেন তারা কিভাবে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন যে ,যে আপনার ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা।
 ড্রাইভিং লাইসেন্স হয়েছে কিনা এটা জানার জন্য আপনি থেকে অবলম্বন করতে পারেন।


  • ১/ বিআরটিসি-র ওয়েব সাইটে গিয়ে এবং
  • ২/ মোবাইলের এ্যাপের মাধ্যমে
ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স রেফারেন্স নাম্বারের দরকার পড়বে।  ড্রাইভিং লাইসেন্স আবেদনের সময়  আপনাকে একটি ছাড়পত্র দেওয়া হবে অথবা ফর্ম দেওয়া হবে সেই  ফর্মে আপনার ব্যক্তিগত তথ্য সহ রেফারেন্স নাম্বার দেওয়া থাকবে।
আপনার ড্রাইভিং লাইসেন্স তৈরি হয়েছে কিনা বা ড্রাইভিং লাইসেন্স আবেদন এর বর্তমান অবস্থা জানতে পারবেন।  brta.gov.bd ড্রাইভিং লাইসেন্স চেক করতে পারবেন।

প্রথমে আপনি আপনার মোবাইল থেকে অথবা কম্পিউটার ওয়ে ব্রাউজার থেকে এই লিংকটি brta.gov.bd প্রবেশ করবেন প্রবেশ করুন । এরপর ছবির ১ নং ঘরে আপনার জেলাটি সিলেক্ট করুন, সিলেক্ট করার পরে অটোমেটিক ভাবে ২ নং ঘরে  আপনার স্থান স্থানটি সিলেক্ট হবে । চিত্রে দেখানো ৩নং ঘরে সঠিকভাবে আপনার জন্ম তারিখটি লিখুন ।  এরপর ৪নং ঘরে পাশে থাকা ক্যাপচার করতে সঠিকভাবে লিখুন ।
তারপর দেখুন বাটনে ক্লিক করুন সবগুলো তথ্য সঠিক থাকলে আপনি জানতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্সটি  হয়েছে কিনা।

কিভাবে ড্রাইভিং লাইসেন্স করবেন জানতে নিচের আর্টিকেলটি পড়ুন

কিভাবে মোবাইল আ্যপের ধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন?

মোবাইলে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য মূলত আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে সে আপনার নাম হলো  BRTA DL Checker।
 অ্যাপ টি ওপেন করে BRTA কর্তৃক প্রদত্ত ড্রাইভিং লাইসেন্স আবেদনের রেফারেন্স ফর্ম এর রেফারেন্স নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে সাবমিট এ ক্লিক করুন। এরপরে  আপনার ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট কপি দেখতে পাবেন। এবং পাশাপাশি আপনার ড্রাইভিং লাইসেন্স টি কোন অবস্থানে আছে অর্থাৎ তৈরি হয়ে গেছে কিনা সেটি দেখতে পারবেন।  সেটা দেখার জন্য বাম পাশে লেখা দেখতে পাবেন PENDING অথবা SUCCESS ।
  • প্রথমে BRTA DL Checker App টি গুগল প্লে স্টোরেথেকে ডাউনলোড করে নিন।
  • BRTA DL Checker App টি ওপেন করর দুইটা অপশন পাবেন, DL Number এবং Refference Number .এর ভেতর থেকে দুই নম্বর অপশনটি বাছাই করে নিবেন।
  • Date Of Birth এর ঘরে আপনার জন্ম তারিখ দিবেন।
তারপর Search এ ক্লিক করবেন , সার্চ করার পর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স টি সম্পূর্ণ হয়ে থাকে তাহলে ডেলিভারি দেখাবে আর যদি আপনার ড্রাইভিং লাইসেন্স টি সম্পূর্ণ না হয়ে থাকে তাহলে প্রিন্টিং দেখাবে।

কিভাবে এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করবেন?

এখন জানাবো, কিভাবে মোবাইলের মাধ্যমে অর্থাৎ মোবাইল নাম্বারের মাধ্যমে আপনি ড্রাইভার লাইসেন্সের তথ্য জানতে পারবেন।
 এজন্য আপনি আপনার ফোন থেকে ড্রাইভিং লাইসেন্স চেক করার জন্য আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন DL <Space> Reference Number এবং লিখে সেন্ড করুন 26969 নাম্বারে।  ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স নাম্বার এবং বর্তমান অবস্থা জানিয়ে দেওয়া হবে।